নিজস্ব সংবাদদাতা , কোলকাতা :বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি নির্বাচন করতে গিয়ে শুরুতে ধাক্কা খেলেন বিজেপি রাজ্য যুবমোর্চার সভাপতি এবং সাংসদ সৌমিত্র খাঁ। দলীয় সূত্রে জানা গিয়েছে , গতকাল জেলার যুব সভাপতি দের নাম ঘোষণা করেন সৌমিত্র খাঁ । কিন্তু কয়েক ঘণ্টা পরই সেই নামের তালিকা প্রত্যাহার করে নেওয়া হয়। আর এতেই ছড়িয়েছে বিতর্ক দলের অন্দরমহলে। দলের অনেক কর্মীরাই অভিযোগ তুলেছেন আমাদের রাজ্য যুব সভাপতি স্বজনপোষণ করছেন, যোগ্যতা দেখে দায়িত্ব দেওয়ার পরিবর্তে নিজের প্রিয় পাত্র দের দায়িত্ব দিচ্ছেন। এই তালিকা কিছুতেই মেনে নিতে পারেনি দলের পুরোনো নেতাকর্মীরা। আর তাই এই তালিকা কে প্রত্যাহার করে নেওয়া হয়। সৌমিত্র খাঁ দাবি করেছেন তিনি রাজ্য সভাপতি কে জানিয়ে তালিকা প্রকাশ করেছেন ,তিনি এই তালিকাটি চূড়ান্ত বলে জানেন। অন্যদিকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যুব রাজ্য কমিটি এখনও তৈরি হয়নি , তাহলে যুব জেলা কমিটি কে ঠিক করল ? আবার বিজেপি নেতা রাহুল সিনহা তালিকা প্রত্যাহার প্রসঙ্গে বলেন টেকনিক্যাল কিছু সমস্যার জন্য কি হয়েছে আবার নতুন তালিকা প্রকাশ করা হবে। নয় জেলার সভাপতি বিড়ম্বনায় পড়েছেন এই তালিকা প্রত্যাহারের ফলে , এমনকি তারা যুব মোর্চা জেলা সভাপতি সংবর্ধনা গ্রহণ করে ফেলেছেন , তারপর দায়িত্ব নিয়ে কাজ শুরু করার পর জানতে পারেন, এই তালিকা বাতিল হয়েছে। দলীয় সূত্রে জানা যায় অনেক রাজ্য স্তরের নেতা নেত্রীরা সৌমিত্র খাঁর এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। তাই বলা যেতে পারে যুব মোর্চার সভাপতি হিসেবে প্রথম ইনিংসেই ধাক্কা খেলেন সৌমিত্র খাঁ।
