নিজস্ব সংবাদদাতা , কোলকাতা : বিশ্বভারতী কান্ডের প্রতিবাদে আজ কোলকাতায় বিক্ষোভ প্রদর্শন করলো RSS এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । এইদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশ্বভারতী ভাঙচুর কান্ড অভিযুক্তদেরকে সিবিআই তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবিতে কলকাতায় সিবিআই দপ্তর চলো অভিযান করে ।
কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয়ে এই Rally প্রায় দুশত ছাত্র-ছাত্রী নিয়ে CBI দপ্তর এর সামনে প্রতিবাদ মিছিল শেষ হয় বলে জানান ABVP রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকার, এবং সিবিআই এর উর্ধ্বাতন আধিকারিকের সাথে বিস্তারিতভাবে এই ঘটনা সম্বন্ধে আলোচনা করেন বলে জানা গেছে। সংগঠন সূত্রে জানা গিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ডেপুটেশন জমা দিয়েছেন ।
এছাড়াও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইউনিট এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ডেপুটেশন দেওয়া হয় বলে জানা গিয়েছে। এবং একই ডেপুটেশন বিশ্ববিদ্যালয় আচার্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও দেওয়া হয়েছে বলে জানান এই ছাত্র সংগঠন এর কর্নধার রা ।।