অকথ্য চৌধুরী, কোলকাতা :
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। দলবদল, দলে প্রত্যাবর্তন লেগেই রয়েছে। এটাই স্বাভাবিক। তবে তৃণমূলের হেভিওয়েট নেতা এবং রাজ্যের একাধিক দফতরের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন অন্য মাত্রা পায় বইকি!
রাজ্যের শাসক দলে শুভেন্দুর অবস্থান নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি একাধিক বার নিজেকে দলের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে প্রমাণ করেছেন। ২০২১ সালের ভোটযুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতিদের যে তালিকা তৈরি করেছেন, সেখানেও রয়েছে শুভেন্দুর নাম। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনাবলি তাঁকে জল্পনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে ফেলেছে।
মুকুল রায় কী বলছেন?
প্রিয়বন্ধু ডট কম নামের একটি অনলাইন মিডিয়ায় শুভেন্দু অধিকারী কি বিজেপিতে আসছেন? লাখ টাকার প্রশ্নের জবাবে মুখ খুলে মুকুল রায় যা বললেন শীর্ষক প্রতিবেদনে বলা হয়, “সাম্প্রতিক কালে তৃণমূলে গুরুত্ব না পাওয়া দলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন বলে নানা মহলে জল্পনা ছিল।…মেদিনীপুরে তৃণমূলের প্রতীক ছাড়াই সমাজসেবী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পোস্টার পড়া নিয়ে মুকুল রায়কে জিজ্ঞাসা করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুকুলবাবু রায় বলেন, এই বিষয়ে যা প্রশ্ন করার শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন”।
তা হলে ব্যাপারটা কী দাঁড়াল? মুকুল রায়ের কাছে এ ব্যাপারে হয় কোনো খবর নেই, অথবা তিনি জানলেও কৌশলগত ভাবে গোপন করতেই পারেন। কিন্তু শুভেন্দু এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তাঁকে নিয়ে অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে কী উঠে এসেছে তা দেখে নেওয়া যেতে পারে।
দলের সঙ্গে দূরত্ব?
ওয়ানইন্ডিয়া বেঙ্গলিতে প্রকাশিত শুভেন্দু নতুন দল গড়তে পারেন! বিজেপির জল্পনা তৈরিতে ভাঙন আশঙ্কা তৃণমূলে শীর্ষক প্রতিবেদনে লেখা হয়েছে, “তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব তৈরি হয়েছে সম্প্রতি। তার জেরেই বিজেপির অন্দরে তৃণমূল ভেঙে নতুন দল নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার গতিপ্রকৃতি এমনই যে শুভেন্দু অধিকারী তৃণমূল ভেঙে বেরিয়ে এসে নতুন দল তৈরি করতে পারেন”।অন্য দিকে শুভেন্দুর বিজেপিতে যোগদানের থেকে নিজের দল গঠনে বেশি সম্ভাবনার ইঙ্গিতও মিলেছে। বাংলা হিন্দুস্তান টাইমস ডট কমের কেন আটকে শুভেন্দুর বিজেপিতে যোগদান? আভাস মিলল মুকুলের কথায় শীর্ষক প্রতিবেদনে লেখা হয়েছে, “রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, এই মুহূর্তে সেই পর্ব চলছে শুভেন্দুর। একদিকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি, অন্যদিকে নিজের দল গঠনের প্রস্তুতি। যা নিয়ে চরম তৎপর শুভেন্দুর অনুগামীরা”।