মৈনাক চক্রবর্তী : বার্সেলোনা বায়ার্ন মিউনিখের কাছে ৮ – ২ গোলে লজ্জাজনক হারের পর থেকে, বার্সা কর্তৃপক্ষের রোষের মুখে পড়তে হয়েছে কোচ কিকে সেতিয়েন কে। লিগ শিরোপা হাত থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই সেতিয়ানের ভবিষ্যৎ নড়বড়ে হয়ে গেছিল। আর শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮ – ২ গোলে পর্যদুস্ত হওয়ার পর কোনো সম্ভাবনাই অবশিষ্ট ছিল না। সোমবার বার্সেলোনা কর্তৃপক্ষ দ্বারা ঘোষণায় জানা গেল দায়িত্ব হারাতে চলেছেন এই স্প্যানিশ কোচ , যদিও তার চাকরির মেয়াদ হলো মাত্র সাত মাস।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের দ্বারা জানা গেছে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোলান্ড কুমেন কে বার্সেলোনার ডাগআউটে দেখা যেতে পারে । হয়তো আর কিছুদিনের মধ্যেই কর্তৃপক্ষ দ্বারা নতুন কোচের ঘোষণা হয়ে যাবে।
গত 13 ই জানুয়ারি দলটির প্রাক্তন কোচ এরনেস্তো ছাঁটাই করা হয় , তার পরিবর্তে নিয়োগ করা হয় সেতিয়েন কে। ইউরোপিয়ান লীগে সাফল্য এনে দিতে না পারলেও এরনেস্তো ঘরওয়া লিগে যথেষ্ট সফল হয়েছিল। তার বিদায়ের পরেও লীগ টেবিলের শীর্ষে ছিল এই দলটি। অন্যদিকে সেতিয়েনের কোচিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সর্বদা ড্রেসিংরুমে অশান্ত করে রাখতেন তাই কখনোই দলকে ঘুরে দাঁড় করাতে পারেনি।
যদিও ক্লাব পক্ষ অবশ্য সব সময়ই এইসব তথ্য কে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন কোচকে তাড়িয়ে দেওয়ায় দর্শকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে । ক্লাব এর সাথে সেতিয়েনের চুক্তি হয়েছিল ২০২২ এর জুন পর্যন্ত , কিন্তু দেখা গেল দু বছর আগেই বিদায় নিতে হচ্ছে এই স্প্যানিশ কোচ কে।।