লিসবন , মৈনাক চক্রবর্তী: ম্যানচেস্টার সিটিকে হারিয়েও সেমিফাইনালে বায়ার্নের বিরুদ্ধে হেরে গেল লিয়ঁ । অপেক্ষাকৃত কম শক্তিধর দল লিয়ঁ কে হারিয়ে লিগের ফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ । 2012 – 2013 সালের মৌসুমের পর ফের ফাইনালে বায়ার্ন মিউনিখ। ন্যাব্রির জোড়া গোল ও রবাট লেওয়ানদোস্কির গোলে 3 – 0 ব্যবধানে উড়ে গেল ইতালির ক্লাব। প্রবল ও তার প্রতিপক্ষের বিরুদ্ধে এরকম মেসেজ ছোট দলগুলোর ক্ষেত্রে কনভার্শন রেইট ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথমার্ধের 16 মিনিটে এক পোস্টে প্রতিহত হওয়ার পরের মুহূর্তে এদিন ম্যাচে প্রথম গোল তুলে নেয় বায়ার্ন। ন্যাব্রির সেই দূরপাল্লার শট ভক্তদের থতমত খাইয়ে দেয়।
33 মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি আসে , বাঁ দিক থেকে ছুটে এসে দুরন্ত ক্রস শর্ট মেরে বলটিকে জালে জড়িয়ে দেয় ন্যাব্রি। যদিও প্রথমার্ধে তুলনায় দ্বিতীয়ার্ধে সেই রকম সুযোগ আসেনি, কিন্তু বায়ার্নের গুলির খিদে তখনো পরিলক্ষিত হচ্ছিল। দুই দলের মাঝখানে বিপক্ষ দল যখন ধরাশায়ী সেই মুহূর্তে মাঠে নামেন কুটিনহো ঠিক 75 মিনিটের মাথায় একটি গোল করেন যদিও অফ সাইটের জন্য তা বাতিল হয়ে যায়। কিন্তু 88 মিনিটের মাথায় নিজেকে দক্ষতার শীর্ষে নিয়ে গিয়ে জোসুয়া কিমিচের ফ্রি কিক থেকে চ্যাম্পিয়ন্স লিগে নিজের 15 তম গোলটি করেন লেওয়ানদেস্কি। সব মিলিয়ে 3-0 ম্যাচ জিতে রবিবারে ফাইনালে মুখোমুখি হচ্ছেন জার্মান চ্যাম্পিয়নরা । নেইমার, এমবাপে, ডি মারিয়া দের বিরুদ্ধে কেমন খেলে, তা এবার দেখার পালা ।