ঢাকা(বিশ্বসংবাদ) , অকথ্য চৌধুরী :
বর্তমানে কর্মসংস্থানের নতুন দি-গ-ন্ত উন্মোচিত করেছে এই সোশ্যাল মিডিয়া। কিন্তু অনেকেই এই সোশ্যাল মিডিয়াকে কু’কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করে ফেলছে। অনেকেই অসৎ কাজে লাগাচ্ছে এই সোশ্যাল মিডিয়াকে। ঠিক এ রকমই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশে। প্রায়শই সেলিব্রিটিদের থেকে শুরু করে সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখোমুখি হতে হয়। বাংলাদেশের এক জনপ্রিয় ক্রিকেটারের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় জঘন্য কটুক্তি করা হয়েছে যা নিয়ে তোলপাড় হয়েছে নেটিজেন মহল।
বাংলাদেশের বিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার তার বড় মেয়ের ছবি পোস্ট করেছিলেন পাট ক্ষেতের মাঝে। ওই শিশু কন্যার ফটোটি দেখে স্নেহময় চিন্তাভাবনার উদ্ভব হওয়াই স্বাভাবিক। কিন্তু বেশ কিছু নেটিজেনদের মধ্যে দেখা গেল বিকৃত মানসিকতার পরিচয়। ছবিটিতে কয়েকজন নেটিজেন অশ্লীল কমেন্ট করেন।
এই অশ্লীল কমেন্টগুলো দেখে সরব হয় নেট দুনিয়া। তৈরি হয় বিতর্কের আগুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবারক্রাইম শাখার পক্ষ থেকে গত শনিবার এই মর্মে অভিযোগ দায়ের করা হয় রামনা থানায়। পুলিশ জানিয়েছে অভিযোগে কারও নাম উল্লেখ করা না থাকলেও অশ্লীল এবং কুরুচিকর মন্তব্যের জন্য ৭ থেকে ৮ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেবে পুলিশ।
ওই শিশু কন্যা হলো বিখ্যাত বাংলাদেশী অলরাউন্ডার শাকিব আল হাসানের বড় মেয়ে আলাইনা হাসান। এই ঘটনায় যথেষ্ট হতবাক শাকিব এবং তাঁর স্ত্রী। তাঁদের ফুলের মত শিশু কন্যার ফটোতে এমন জঘন্য কমেন্ট তাঁরা কখনোই আশা করতে পারেননি। অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা। ছবিটিকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছেন শাকিব। যে মানুষদের মধ্যে এমন জঘন্য মনোবৃত্তি রয়েছে তারা কিভাবে সভ্য সমাজের অন্তর্ভুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্ব-জ্জ-নেরা।।