অকথ্য চৌধুরী : সেলিব্রিটি দের জীবনযাপন সম্পর্কে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। সংবাদমাধ্যম গুলিও তাই নিরন্তর সেলেব দের খবর সংগ্রহ করতে সচেষ্ট থাকে। সেলিব্রিটিরা যা’ই করুন না কেন তা নিমেষে জায়গা করে নেয় খবরের পাতায়। তাঁদের চলা ফেরা, স্টাইল, কথা বলা সহ নানান বিষয় গুলি প্রচারের লাইমলাইটে চলে আসে। সাধারণ মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হল সেলেবদের সম্পর্কে নিত্য নতুন কিছু জানা। সেলিব্রিটিদের নানান রঙিন মুহুর্ত গু-লি চোখের নিমেষে সংবাদমাধ্যমের মুখরোচক খবর হয়ে ওঠে।
এবার ভারতের এক অন্যতম সেলিব্রিটি দম্পতির দারুন সুখবরের নিদর্শন মিলেছে। বলিউডের অন্যতম অভিনেত্রী অনুষ্কা শর্মা। তিনি বর্তমানে অন্যতম ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ঘরণী। এই সেলিব্রিটি দম্পতি সম্পর্কে কৌতূহলের শেষ নেই মানুষের। এবার এই সেলিব্রিটি দম্পতি তাঁদের ভক্তদের জন্য দিলেন এক বিরাট সুখবর।২০১৭ সালের ডিসেম্বর মাসে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি। সেই থেকে শুরু করে এই সেলিব্রিটি কাপলের প্রতিমুহূর্তের খবর ধরা দেয় সোশ্যাল মিডিয়ায়।
দুবাইতে আইপিএল খেলার জন্য ইতিমধ্যেই করে গিয়েছেন বিরাট কোহলি। তবে তিনি দলের সঙ্গে না গিয়ে আলাদা বিমান ভাড়া করে যান। দুবাইতে ক্রিকেটারদের বায়ো সিকিওর বাবলের মধ্যে থাকতে হবে। আইপিএল শেষ হওয়ার পর কিছুদিন কোয়ারেন্টাইনে থেকে দেশে ফিরতে হবে।বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তার ভক্তদের জন্য দিলেন এক বিরাট সুখবর। বিরাট এবং অনুষ্কার জীবনে আসতে চলেছে তাঁদের সন্তান। নিজের স্ত্রীর ছবি পোস্ট করে বিরাট সুখবর দিয়েছেন।
অনুষ্কার বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন বিরাট কোহলি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই ঝ-ড়ের বেগে লাইক পড়তে শুরু করে ছবিতে। বিরাট এবং অনুষ্কার কোটি-কোটি ভক্তরা অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে। সকলেই তাদের সন্তানের আগাম শুভেচ্ছা কামনা করেছেন। আইপিএল শুরুর আগে এই খুশির মুহূর্ত গুলি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন বিরাট এবং অনুষ্কা।