নিজস্ব সংবাদদাতা, নতুন দিল্লি : আবার অসুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রাতে তাকে ভর্তি করা হয়েছে হসপিটালে। কিছু দিন আগেই কোরোনা আক্রান্ত হয়ে ছিলেন উনি , তারপর সেরে উঠতেই আবার অসুস্থ । সোমবার গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ।

জানা গেছে বেশ কিছু দিন ধরেই ওনার হাতে পায়ে যন্ত্রণা হচ্ছিল। তাছাড়া মানসিক অবসাদেও ভুগছেন। চিকিৎসং দের কাছে পাওয়া তথ্য অনুযায়ী উনি কোরোনা জয়ের পর সব নিয়ম শৃঙ্খলা মেনে ডাক্তারি পরামর্শ অনুযায়ী আইসোলেশনে ছিল । অন্য দিকে এটাও জানা গেল অমিত শাহের বুকে সংক্রামন হওয়ায় এখন জ্বড় আছে , কিন্তু শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা যায়। এইমস সূত্রে খবর ডাক্তারদের তত্ত্বাবধানে হাসপাতাল থেকেই কাজ করছেন তিনি ।।