নিজস্ব সংবাদদাতা, নিউ দিল্লি ; এখনও সঙ্কটজনক শারীরিক পরিস্থিতি হলেও প্রণব মুখোপাধ্যায়ের আর নতুন করে অবনতি হয়নি। বরং চোখে আলো পড়লে তাঁর প্রতিক্রিয়ায় সামান্য উন্নতি দেখা গিয়েছে বলে জানান তার কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার দিল্লির সেনা হাসপাতাল জানিয়েছিল, প্রনব মুখার্জি গভীর কোমায় চলে গিয়েছেন। পরের দিন প্রণব মুখার্জীর শারীরিক অবস্থা একই রকম এমনটাই জানান চিকিৎসক রা। বর্তমানে ওনাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে বলে জানাগিয়েছে তাই এখনও ভেন্টিলেশনেই রয়েছেন।
রবিবার রাতে দিল্লির বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রণবকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর প্রাণ বাঁচাতে সার্জারী করতে হয়। সে সময়েই পরীক্ষা করতে গিয়ে তাঁর শরীরে কভিড পসেটিভ পাওয়া যায়। কিন্তু অস্ত্রোপচারের পরে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা এমনটাই জানা যায়। পরিবার সূত্রে পাওয়া তথ্য বর্তমানে তার পরিস্থিতি খুবই সঙ্কটজনক ।।