রাহুল শর্মা, নয়াদিল্লি: দেশে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। অন্তিম ২৪ ঘন্টাতে করোনা আক্রান্তের সংখ্যা আরও ৬৩ হাজার ৪৮৯ জন, এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৯৪৪ জনের।
নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ তে। এরমধ্যে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪৪ টি। সুস্থ হয়ে উঠেছেন মোট ১৮ লক্ষ ৬২ হাজারের বেশি মানুষ। দেশজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৮০ জনের।
এই কঠিন মুহূর্তে দেশবাসী অপেক্ষা করছে ভ্যাকসিনের। ১৫ অগস্ট প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জানিয়েছেন, দেশেই তৈরি হচ্ছে ভ্যাক্সিন। বর্তমানে তিনটি ভ্যাক্সিন পরীক্ষামূলক পর্যায়ে আছে।
তিনি এও বলেন, আত্মনির্ভর ভারতে দেশের মধ্যেই তৈরি হচ্ছে করোনা ভাইরাসের তিনটি ভ্যাকসিন। যা এখন পরীক্ষা মূলক পর্যায়ে আছে। যত তাড়াতাড়ি গবেষকরা সবুজ সংকেত দেবেন তত তাড়াতাড়ি ভ্যাকসিনের উৎপাদন শুরু করবে ভারত। প্রচুর পরিমানে ভ্যাক্সিন উৎপন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি এও জানান যে, কত দ্রুত ভারতের মানুষের কাছে সেই ভ্যাক্সিন পৌঁছে দেওয়া সম্ভব হবে, সেই পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে ভারতের।
অন্যদিকে মাত্র এক মাসের মধ্যেই হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক মানব দেহে ‘কোভ্যাক্সিন’-এর প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ করেছে। ভারত বায়োটেকের কর্ণধার কৃষ্ণা এল্লা জানিয়েছেন, তাঁদের প্রতিষেধকের প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে।