রাহুল শর্মা , মুম্বাই : যত দিন যাচ্ছে , সুশান্তের মৃত্যু রহস্যের নতুন মোড় দেখা যাচ্ছে । সিবিআই তদন্ত আসার পর থেকেই অনেক অজানা সামনে আসছে। সূত্র অনুসারে সুশান্ত একবার থাইল্যান্ড গিয়েছিলেন , রিয়া চক্রবর্তী অভিযোগ তুলেছেন সেখানে গিয়ে তিনি ৭০ লাখ টাকা খরচ করেছেন, যাকে নেটিজেন রা সন্দেহ তালিকা শীর্ষে রেখেছেন, সুশান্তের এই পরিণতির জন্য। এবার মুখ খুললেন সুশান্তের প্রাক্তন সহকারি সাবির আহমেদ। তিনি দাবি করেছেন সুশান্ত সে ব্যাংকক সফরের সঙ্গী ছিলেন অভিনেত্রী সারা আলি খান। এবং এও জানা যায় ওই সফরের আয়োজন কাটছাঁট করতে হয়েছিল এবং সফরটা আয়োজন করেছিল পিয়ারও অর্থাৎ জনসংযোগ রক্ষাকারী টিম। বিগত কিছুদিন আগেই সুশান্ত এবং সারা একসঙ্গে কাজ করেছিলেন কেদারনাথ বলে একটি চলচ্চিত্রে, যার পরিচালনা করেছিলেন অভিষেক কাপুর। এইদিন সাবির বলেছেন , আমরা সাতজন ছিলাম সুসান্ত ছাড়া সিদ্ধার্থ গুপ্তা, কৌশল জাবেরী, আব্বাস, সুশান্তের বডিগার্ড মুস্তাক আর আমি। দু’বছর আগে ডিসেম্বরে আমরা সকলে প্রাইভেট জেট করে গিয়েছিলাম। প্রথম দিন তাঁরা সবাই বিচে বেড়াতে যান বলে জানিয়েছেন সাবির। বলেন, শুধু ওইদিনই। সফরের বাকি সময়টা সুশান্ত, সারা হোটেলেই ছিলেন। বন্ধুরা ঘুরতে বেরলেও তাঁরা ব্যাঙ্ককের এক বিলাসবহুল হোটেলেই সময় কাটান। সুনামি সতর্কতা জারি হওয়া সফর স্থগিত রাখতে হয় বলে জানিয়েছেন সাবির, এও বলেছেন, দলের বাকিরা ফিরে গেলেও তিনি ও মুস্তাক মাসখানেক ব্যাঙ্ককেই থেকে যান। সুশান্ত নিজের এটিএম কার্ড তাঁদের দিয়ে যান খরচাপাতি চালাতে। প্রসঙ্গত, সুশান্তের টাকাপয়সা তিনি ধ্বংস করেছেন, এহেন অভিযোগের জবাবে রিয়া সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, আমার আবির্ভাবের অনেক আগেই সুশান্ত ৬ ব্যক্তির সঙ্গে তাইল্যান্ড গিয়েছিলেন।৭০ লক্ষ টাকা খরচ করেছিলেন। ওদের নিয়ে গিয়েছিলেন প্রাইভেট জেটে। ওরকম লাইফস্টাইলই ওর পছন্দ ছিল। স্টার, রাজার মতো বাঁচতে ভাসবাসত।।
