ডিজিট্যাল সংবাদ, ব্যাঙ্গালোর;
ইসরো এবং রচাঁদের ক্রেটারের ভারতীয় স্পেস প্রোগ্রামের জনক বিক্রম সারাভাইয়ের নামেই নামকরণ করতে চলেছে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ইসরো চাঁদে পাঠায় চন্দ্রযান ২ যদিও চাঁদের মাটিতে অবতরণের পর থেকে চন্দ্রযান ২-এর অরবিটারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার পর থেকেই সংকেত পাঠানো বন্ধ হয়ে গিয়েছিল বলে জানা যায়। এরপর সমগ্র দেশে কম তোলপাড় পরেনি। এদিনের পাওয়া তথ্য অনুযায়ী বলা যেতে পারে এখনো আশা ছাড়েননি ইসরো-র বিজ্ঞানীরা।
সম্প্রতি ইসরো জানায় চন্দ্রপৃষ্ঠে চন্দ্রজান ২ যে ছবিটা ছবিটা পাঠিয়েছে , সেই খানের একটি সেক্টরের নাম ইসরোর জনক বিক্রম সারাভাই এর নাম অনুসারে হবে । মিনিস্টার স্টেট জিতেন্দ্র সিং জানিয়েছেন ১২ই আগষ্ট বিক্রম সারাভাই এর জন্ম শতবর্ষ ছিল , তার মতো মহান বৈজ্ঞানিক কে দেশ এইভাবে শ্রদ্ধা দিতে চায়, আজ ইসরো যতোটা এগিয়েছে তা ওনার জন্যই।
যেই ছবি টি পাওয়া গেছে সেই সেক্রেটারের ঢাল ২৫-৩৫ ডিগ্রি গভীরতা ১.৭ কিমি।