নিজস্ব সংবাদদাতা,খানাকুল; স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় খানাকুল বিধানসভার বিজেপির সক্রিয় বুথ কর্মী সুদর্শন প্রামানিককে নির্মমভাবে হত্যা করা হলো, অভিযোগের তীর শাসক দলের নেতাদের ওপর, এমনটাই বলছেন স্থানীয় বিজেপি কর্মীরা । ১৫ ই আগষ্ট সকাল ৮ টা নাগাদ হুগলী জেলার খানাকুলে মৃত দেহ টি মাঠে পড়ে থাকতে দেখা যায়, বিজেপির দলীয় নেতাদের মতে তৃনমূলের গুন্ডাবাহীনির দ্বারা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন । সুুুর্দশন প্রামাণিকের অন্তিম যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ , যতীনময় সিং মাহাত , বিমান ঘোষ । এই নিন্দনিয় ঘটার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য কৃষানমোর্চার প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ পাল বলেন – পশ্চিমবঙ্গে যেভাবে নিত্য রাজনৈতিক হতাহতের খবর পাওয়া যাচ্ছে তার ফলে বোঝাই কতো টা খারাপ শাসন ব্যাবস্থা এই মুখ্যমন্ত্রীর আমলে হয়েছে, এবং তিনি CBI তদন্তের দাবিও করেছেন। যদিও প্রশাসন এখনও কোনও প্রকার মুখ খোলেননি , তৃনমূল তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
