নিজস্ব সংবাদদাতা , হরিপাল : ভারতীয় সমাজে স্বাস্থ্য সংক্রান্ত যে সকল সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম হলো ঋতুচক্র কালীন পরিস্থিতিতে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন না ব্যবহার করা।ভারতের মতো উন্নয়নশীল দেশে এর পিছনে মূলত দুটি কারণ–আর্থিক সচ্ছলতার অভাব ও সচেতনতার অভাব।
আর যার ফলস্বরূপ ঋতুচক্র চলাকালীন অপরিস্কার কাপড় ব্যবহারের ফলে একটা বিরাট সংখ্যক মহিলা ইনফেকশন জনিত রোগে ভোগে।এই পরিস্থিতি বদলানোর স্বপ্ন নিয়ে ময়দানে হুগলীর জাঙ্গীপাড়ার এক ছোট্ট সমাজসেবী সংগঠন আজাদ হিন্দ ফাউন্ডেশন হরিপাল ব্লকের অন্তর্গত জেজুর গ্রামে আর্থিকভাবে পিছিয়ে পরা ৩৫ জন মহিলাকে আজ দ্বিতীয় পর্যায়ে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হলো এবং আগামী আরো কয়েক মাস ঐ দুঃস্থ মহিলাদের এই সাহায্য করা হবে।দুই পর্যায়ে ৩৫ জন মহিলাকে মোট ৩৭৮ পিস ন্যাপকিন তুলে দেওয়া সম্ভব হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে । সংগঠনের এক সদস্যের কথায় হয়তো এতো বড়ো দেশ তথা রাজ্যে একাজ নগণ্য,তবুও আগামীতে একে এক সামাজিক আন্দোলনের রূপ দিতে আমরা প্রস্তুত।।