নিজস্ব সংবাদদাতা, জাঙ্গিপাড়া; হুগলীর জাঙ্গিপাড়ায় ভারতীয় ছাত্র ফেডারেশন ব্লক কমিটির সদস্য দের উদ্যোগে কলেজর নবাগত ছাত্র ছাত্রীদের উদ্যেশ্য বিনামূল্যে ফর্ম ফিলাপ করলো। চার দিন ধরে এই ফর্ম ফিলাপ করলেন বলে জানান সংগঠনের সদস্যরা । এই বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীরা সকলেই উপস্থিত থেকে লোকডাউনের নিয়ম মেনে এই কর্মসূচি করেছেন বলে জানিয়েছেন ।
চার দিন ধরে সকাল ১০ থেকে- দুপুর ১ টা অবদি এই পরিষেবা চলতো বলে সংগঠন তরফ থেকে জানা গেছে । এদিন উপস্থিত ছিলেন SFI জাঙ্গীপাড়া লোকাল কমিটির আহ্বায়ক শিউলি রায়, লোকাল কমিটির সদস্য সুবীর চ্যাটার্জী, তুষার নন্দী, শেখ হামজা, দিপঙ্কর বেড়া, শ্রীমন্ত বাগ, সৌম্য পালধী। এছাড়াও SFI অনান্য কর্মী বৃন্দ।
